Sociology.com: নবম ও দশম শ্রেণি_ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়_অধ্যায় তৃতীয়_ সৌরজগৎ

Home

  • E library
  • Job Corner
  • Newspapers

নবম ও দশম শ্রেণি_ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়_অধ্যায় তৃতীয়_ সৌরজগৎ

 


সৌরজগৎ ও ভূমণ্ডল

v  পৃথিবীর চারদিকে অসীম মহাকাশ বিস্তৃত। মহাকাশে রয়েছে নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, ধূমকেতু, গ্রহ, উপগ্রহ, উল্কা ও অন্যান্য জ্যোতিষ্ক। মহাকাশের এই অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে সৃষ্টি হয়েছে বিশ্বজগৎ। সূর্য বিশ্বজগতের একটি নক্ষত্র।

v  সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক হলো সূর্য। গ্রহ ও উপগ্রহসমূহ সূর্য ও নিজেদের পারস্পারিক মহাকর্ষণ শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিক পরিক্রমণ করছে।

v  বিশ্বজগতের বিশালতার মধ্যে সৌরজগৎ নিতান্তই ছোট, পৃথিবী আরও ছোট।

সৌরজগৎ

v  সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার তাকে বলা হয় সৌরজগৎ। সৌরজগতের প্রাণকেন্দ্র হলো সূর্য। সৌরজগতে ৮ টি গ্রহ, শতাধিক উপগ্রহ, হাজার হাজার গ্রহাণুপ্রঞ্জ ও লক্ষ লক্ষ ধূমকেতু রয়েছে।

সূর্য

Ø  সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক হলো সূর্য। সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র। সূর্য পৃথিবী অপেক্ষা ১৩ লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে এটি প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত।

Ø  এর ব্যাস প্রায় ১৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার। সূর্যের উপরিভাগের উষ্ণতা ৫৭০০ ডিগ্রি সেলসিয়াস। পৃথিবী ও অন্যান্য গ্রহ, উপগ্রহগুলোর তাপ ও আলোর উৎসও সূর্য।

Ø  সূর্যের কোনো কঠিন বা তরল পদার্থ নেই। শতকারা ৫৫ ভাগ হাইড্রোজেন, ৪৪ ভাগ হিলিয়াম এবং ১ ভাগ অন্যান্য গ্যাসে সূর্য গঠিত।

Ø  আণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায় সূর্যে অনবরত হাইড্রোজেন থেকে হিলিয়াম এবং হিলিয়াম থেকে শক্তি তৈরি হচ্ছে। সূর্য প্রায় ২৫ দিনে নিজ অক্ষের ওপর একার আবর্তন করে। সূর্যের আলো  ও তাপ ছাড়া পৃথিবীতে উদ্ভিদ, প্রাণী কিছুই জন্মাতো না এবং প্রাণের স্পন্দন সম্ভব হতো না।

গ্রহ:

মহাকর্ষ বলের প্রভাবে কতোগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে; এদের গ্রহ বলা হয়। গ্রহের নিজস্ব আলো ও তাপ নেই। সৌরজগতের গ্রহের সংখ্যা ৮ টি, এ গুলো হলো:--

বুধ (Mercury), শুক্র (Venus), পৃথিবী (Earth), মঙ্গল (Mars), বৃহস্পতি (Jupiter), শনি (Saturn), ইউরেনাস (Uranus) ও নেপচুন (Neptune)।

গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় বৃহস্পতি এবং সবচেয়ে ছোট বুধ।

১। বুধ

Ø  বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। এর ব্যাস ৪,৮৫০ কিলোমিটার এবং ওজন পৃথিবীর ৫০ ভাগের ৩ ভাগের সমান।সূর্যের চারদিকে পরিক্রমণ করতে এর ৮৮ দিন সময় লাগে। বুধের কোন উপগ্রহ নেই।

২। শুক্র

Ø  সূর্য থেকে দুরত্বের দিক দিয়ে শুক্রের অবস্থান দ্বিতীয়। এটি পৃথিবীর নিকটতম গ্রহ। সূর্য থেকে শুক্রের দুরত্ব ১০.৮ কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে দুরত্ব মাত্র ৪.২ কোটি কিলোমিটার।

Ø  একে সন্ধ্যিায় পশ্চিম আকাশে আমরা সন্ধ্যাতারা রূপে এবং ভোরে পূর্ব আকাশে শুকতারা রূপে দেখতে পাই। সূর্যের একবার পরিক্রমণ করতে এর সময় লাগে ২২৫ দিন।

Ø  শুক্রের কোনো উপগ্রহ নেই। শুক্রের বায়ুমন্ডেলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ শতকারা ৯৬ ভাগ। শুক্রের আকাশে বছরে দুইবার সূর্য উদিত হয় এবং অস্ত যায়।

৩। পৃথিবী

Ø  পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। এর আয়তন ৫১,০১,০০,৪২২ বর্গ কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দুরত্ব ১৫ কোটি কিলোমিটার। পৃথিবী ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা ১৩.৯০সেলসিয়াস।

Ø  পৃথিবীতে প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেন রয়েছে। ভূত্বকে প্রয়োজনীয় পানি রয়েছে। গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীই জীবজন্তু ও উদ্ভিদের জীবন ধারণের জন্য আদর্শ গ্রহ।

Ø  চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ। এটি ২৯ দিন ১২ ঘন্টায় পৃথিবীকে একবার পরিক্রমণ করে। চাঁদের পৃষ্ঠদেশে গর্ত, পাহাড় ও পর্বত লক্ষ করা গেছে।

৪। মঙ্গল

Ø  সূর্য থেকে দুরত্বের দিক দিয়ে পৃথিবীর পরেই মঙ্গলের স্থান। সূর্য থেকে গড় দুরত্ব ২২.৮ কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে ৭.৮ কোটি কিলোমিটার। মঙ্গলের ওজন পৃথিবীর ওজনের দশ ভাগের এক ভাগ।

Ø  সুর্যকে পরিক্রমণ করতে মঙ্গল গ্রহের লাগে ৬৮৭ দিন এবং নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে ২৪ ঘন্টা ৩৭ মিনিট। মঙ্গলের ২টি উপগ্রহ আছে ডিমোস ও ফেবোস।

Ø  মঙ্গল গ্রহের উপরিভাগে গিরিখাত ও আগ্নেয়গিরি রয়েছে। এ গ্রহের পাথরগুলোতে মরিচা পড়েছে। ফলে গ্রহটি লালচে বর্ণ ধারণ করেছে।

৫। বৃহস্পতি

Ø  সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতি। সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে বৃহস্পতি গ্রহের অবস্থান পঞ্চম।

Ø  বৃহস্পতি সূর্য থেকে প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। বৃহস্পতি ১২ বছরে একবার সূর্যকে এবং ৯ ঘন্টা ৫৩ মিনিটে নিজ অক্ষে আবর্তন করে। গ্রহটিতে পৃথিবীর একদিনে ২ বার সুর্য ওঠে ও ২ বার অস্ত যায়।

Ø  এ গ্রহের ৬৭ টি উপগ্রহ আছে। এগুলোর মধ্যে লো, ইউরোপা, গ্যানিমেড ও ক্যাপলিস্টো প্রধান।

৬। শনি

Ø  শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্যথেকে শনির দুরত্ব ১৪৩ কোটি কিলোমিটার। শনি ২৯ বছর ৫ মাসে সূর্যকে একবার প্রদক্ষিণ করে এবং ১০ ঘন্টা ৪০ মিনিটে নিজ অক্ষে একবার আবর্তন করে। পৃথিবীর চেয়ে শনির ব্যাস প্রায় ৯ গুণ বড়।

Ø  তিনটি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে। শনির ৬২ টি উপগ্রহের মধ্যে ক্যাপিটাস, টেথিস, হুয়া, টাইটান প্রধান।

৭। ইউরেনাস

Ø  ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এর দুরত্ব ২৮৭ কোটি কিলোমিটার ৮৪ বছরে এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এর গড় ব্যাস প্রায় ৪৯০০০ কিলোমিটার।  এর আয়তন পৃথিবীর প্রায় ৬৪ গুণ তবে ওজন পৃথিবীর মাত্র ১৫ গুণ।

Ø  গ্রহটির আবহমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক। এর ২৭ টি উপগ্রহ রয়েছে। মিরিন্ডা, এরিয়েল, ওব্রেন, আম্ব্রিয়েল, টাইটানিয়া প্রভৃতি ইউরেনাসের উপগ্রহ।

৮। নেপচুন

Ø  নেপচুনের গড় ব্যাস ৪৯,২৪৪ কিলোমিটার এবং সূর্য থেকে গড় দুরত্ব ৪৫০ কোটি কিলোমিটার। সূর্য থেকে অধিক দুরত্বের কারণে গ্রহটি শীতল। গ্রহটি অনেকটা রীলাভ বর্ণের । নেপচুন ১৬৫ বছরে সূর্যকে একবার পরিক্রমণ করে। এর উপগ্রহ ১৪ টি। উল্লেখযোগ্য উপগ্রহ হচ্ছে ট্রাইটন ও নেরাইড।

No comments:

Post a Comment